বিরোধপূর্ণ জমির ধান কাটতে গিয়ে নিহত ১
শেরপুরের নকলায় ধানকাটা নিয়ে সংঘর্ষে এক জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। বিরোধপূর্ণ একটি জমিতে ধানকাটা নিয়ে আজ শুক্রবার (৫ মে) সকালে সংঘর্ষ শুরু হলে আলী হোসেন নামে এক কৃষক নিহত হন।
ঘটনাটি ঘটেছে জেলার নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চরবাসন্তী এলাকায়। নিহত আলী হোসেন ওই গ্রামেরই মৃত নবাব আলীর ছেলে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ স্থানীয়দের উদ্ধৃত করে জানান, বিরোধপূর্ণ জমিটি নিয়ে ইদ্রিস আলী গং ও শওকত হোসেন গংয়ের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিটি বর্গা নিয়ে চাষ করতেন আলী হোসেন। আজ সকালে তিনি ওই জমিতে ধান কাটতে যান। এ সময় তাঁকে ধান কাটতে বাধা দেয় বিবদমান দুই পক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান। এ সময় কয়েকজন আহত হন। আহতদের নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রক্রিয়া চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।