দুই প্রকৌশলীর বিরুদ্ধে পৌর মেয়রের সংবাদ সম্মেলন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার দুই প্রকৌশলীর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার মেয়র মো আব্দুস সবুর।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার হল রুমে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করে পৌর মেয়র মো. আব্দুস সবুর বলেন, ‘সেতাবগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল ও সহকারী প্রকৌশলী মো. রইচ উদ্দিন মিয়া তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। বিভিন্ন উন্নয়নমুলক কাজে তাদের অবহেলা ও স্বেচ্ছাচারিতার কারণে সময়মতো কাজ শেষ করেনি কাজের ঠিকাদাররা। এমনকি কয়েকটি কাজের ওয়ার্ক অর্ডার ও সময়মতো না দেওয়ার কারণে পৌরবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে মেয়র আরও জানান, অপরদিকে, আরবান প্রকল্পের অধীনে পাঁচটি প্যাকেজে ১২টি উন্নয়ন কাজের জন্য গত তিন মাস আগে চার কোটি ৫৭ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ আসার পরও উক্ত প্রকৌশলীরা অসৎ ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য আজ পর্যন্ত টেন্ডার আহ্বান করেননি। পৌরবাসীর সার্বিক সেবা নিশ্চিত করতে প্রকৌশলীরা সেতাবগঞ্জে অবস্থান করার কথা থাকলেও তারা নিজ কর্মস্থলে থাকেন না। অফিস করেন খেয়াল খুশিমতো। করোনাকালীন নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীরা প্রায় দুই মাস অফিস করেননি। তাদের খেয়াল খুশিমতো কাজ করার জন্য পৌরসভার উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
এসব অভিযোগের বিষয়ে সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল ও রইচউদ্দীন মিয়া জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। পৌরসভার সব উন্নয়ন কাজ বিধি মোতাবেক চলমান রয়েছে। কোনো কাজের বিষয়ে কোনো রকম স্বেচ্ছাচারিতা বা অবহেলা করা হয়নি।
সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।