দুর্নীতি করতেই দুই ডলারের ভ্যাকসিন পাঁচ ডলারে কেনা হচ্ছে
মহামারির মধ্যেও লুটপাট বন্ধ নেই ক্ষমতাসীনদের- এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি করতেই দ্বিগুণ দামে ভ্যাকসিন কেনা হচ্ছে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ কর্মসূচি পালন করে বিএনপি। জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
সরকার জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, বিরোধী নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করে আন্দোলন দমন করার চেষ্টা করছে ক্ষমতাসীনরা। দেশে দুর্নীতির মহোৎসব চলছে বলেও অভিযোগ তাঁর।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘চুরি ও লুটপাট করে ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করেছেন আপনারা এই বাংলাদেশে। এই যে কোভিড-১৯ আজকে এত বড় একটি মহামারি, এই সময়েও আপনারা লুটপাট বন্ধ করেননি। আরো কীভাবে লুটপাট করবেন? এখন ভ্যাকসিন আমদানির মধ্য দিয়ে সেই লুটপাটের বন্দোবস্ত করছেন। যেখানে ভারতে বিক্রি হচ্ছে ২.৪০ ডলার করে সেখানে আপনারা বিক্রি করছেন পাঁচ ডলার করে, বাংলাদেশের মানুষের কাছে। অর্থাৎ বাড়তি টাকাগুলো সব আপনারা নিয়ে যাবেন।’
বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, বিএনপির ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রায় ১২ বছর ধরে এখানে একটা অত্যাচারের স্টিমরোলার চালিয়ে যাচ্ছে। তারা মনে করেছে, এই অত্যাচার-নির্যাতন-মামলা-হুলিয়া দিয়ে এই দেশে গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষকে দমন করে রাখ যাবে কিন্তু তা সম্ভব না।
বাংলাদেশের মানুষ প্রয়োজনে তাদের বুকের রক্ত দিয়ে হলেও এ দেশের গণতন্ত্রকে রক্ষা করবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি এই সরকারকে হটাতে সব রাজনৈতিক দলকে একত্রিত হওয়ারও আহ্বান জানান।