নবাবগঞ্জের ইউএনও করোনায় আক্রান্ত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার রিপোর্টে তাঁর করোনা পজিটিভ বলে জানানো হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহজাহান আলী জানান, জ্বরসহ করোনার উপসর্গ শরীরে থাকায় গত বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার তাঁর নমুনা পরিক্ষার রিপোর্ট এলে তাতে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়।
ডা. শাহজাহান আলী জানান, নমুনা গ্রহণের পর থেকে ইউএনও অফিস করেননি। বাড়িতেই ছিলেন। বর্তমানে তিনি তাঁর সরকারি বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন।