নাটোরে ইউপি নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে বিক্ষোভ
নাটোরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদের ফলাফল পাল্টে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। আজ শনিবার দুপুরে সদর উপজেলার খোলাবাড়িয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে বিক্ষুব্ধরা।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নুরুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পর ফলাফল পাল্টে খন্দকার আকতার হোসেনকে বিজয়ী ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা এনামুল হক।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পরাজিত প্রার্থী নুরুজ্জামান ও তাঁর এজেন্ট আওলাদ হোসেন।