নূর হত্যার প্রতিবাদে ভোলায় আইনজীবীদের বিক্ষোভ
ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও সমাবেশ করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ রোববার বেলা ১১টায় জজকোর্টের সামনে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রিন্স, ফরিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা সমাবেশে অংশ নেন।
বিক্ষোভকারী আইনজীবীরা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে পুলিশের এসব ঘটনার তীব্র নিন্দা জানান।
বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা বলেন, ‘পুলিশ গুলি করে হত্যা করে বিএনপির আন্দোলন থামিয়ে দিতে চাচ্ছে। গুলি করার নিয়ম থাকলেও পুলিশ তা পালন করেনি। সরাসরি মাথায় গুলি করেছে।’
সমাবেশে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকতে পারে না। তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না দেশের জনগণ।’