সিদ্ধিরগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, একজন গুলিবিদ্ধসহ আহত ২০
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।
এ ঘটনায় পুলিশ, সংবাদকর্মীসহ প্রায় ২০ জন আহত হয়েছে। তবে, এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও প্রশাসনের কেউ তা নিশ্চিত করেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে র্যাবও মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেফাজত ও পুলিশের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তিন-চারটি গাড়িতে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এতে পুলিশ সংবাদকর্মীসহ প্রায় ২০ জন আহত হয়েছে। এ সময় বন্ধ হয়ে যায় দূরপাল্লার পরিবহণ চলাচল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাস প্রয়োগ করে।
এর আগে রোববার সকালে হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। তাঁরা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুড়ি ও বাঁশে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। সকাল সোয়া ১০টার দিকে হরতাল চলাকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় পুলিশ পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। যানবাহন চালু করার চেষ্টা চলছে।