নড়াইলের কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলের কালিয়ায় তিন মাসের ব্যবধানে চরবল্লাহাটি গ্রাম থেকে আবার অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি নড়াইল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাত্র তিন মাস আগে পুলিশ ওই গ্রামর ঝোঁপের মধ্য থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ সীমান্তে আঠারোবাঁকি নদীর পাড়ের চরবল্লাহাটি গ্রামের বাচ্চু মিয়ার পাঠক্ষেতের পাশে পড়েছিল মরদেহ। পহরডাঙ্গা ইউনিয়নের গ্রামপুলিশ মো. সবুর শেখ মরদেহটি দেখতে পান। পরে তিনি থানায় খবর দেন।
গতকাল বুধবার রাত ৮টার দিকে পুলিশ সেটিকে উদ্ধার করে। আজ সকালে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশটি নড়াইল মর্গে পাঠিয়েছে।
গ্রামপুলিশ সবুর শেখ বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে উপজেলার নড়াগাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, এর আগে গত ১ মার্চ উপজেলার বল্লাহাটি গ্রামের এই ঘটনাস্থলের পাশের একটি ঝোঁপের মধ্য থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত খুনিদের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়। কিন্তু, গত তিন মাসে খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘মরদেহটি উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত খুনিদের শনাক্ত করতে পুলিশ তৎপর। এ ছাড়া মার্চ মাসে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের পর মামলার তদন্তভার নড়াইল ডিবি পুলিশের ওপর ন্যস্ত করা হয়েছে।’