নড়াইলে কর্মহীন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
নড়াইলে কর্মহীন নারীদের মধ্যে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ‘দুঃসময়ে আপনার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার এই বিতরণ কার্যক্রম করে ‘আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
জেলার রুপগঞ্জ জামে মসজিদের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার সদর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের অসহায়, দরিদ্র, কর্মহীন নারীদের মধ্যে এসব বিতরণ করা হয়।
এ সময় নড়াইল সদর পৌরসভার ভেতরে পাঁচটি টিউবওয়েল ও একজন গৃহহীনকে ঘর নির্মাণের যাবতীয় সামগ্রী ও অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক তানভীর তনু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপিত এম মুনীর চৌধুরী ও আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ নড়াইল শাখার বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি তানভীর তনু বলেন, ‘এর আগেও বিভিন্ন সময়ে খাদ্যসামগ্রী, মাস্ক, স্যানিটাইজার, গৃহহীনদের মধ্যে ঘর নির্মাণ করে দিয়েছি। নড়াইল ছাড়াও বাংলাদেশের ১৫টি জেলায় আমাদের কার্যক্রম চলছে। আপনাদের দোয়া ও ভালোবাসা সঙ্গে থাকলে এভাবেই ‘আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ’ সর্বদা অসহায় মানুষের পাশে থাকবে।’