আমিনুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
সাবেক ফুটবলার আমিনুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বেশ কিছু অসহায় পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ঢাকার পল্লবীতে আজ শনিবার ( ২৪ জুন) দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জিয়া পরিবারের মঙ্গল কামনায় সমাজের অসহায় মানুষের মাঝে এ সেলাই মেশিন প্রদান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল হক।
আমিনুল হক তার নির্বাচনী এলাকা (ঢাকা-১৬) পল্লবী-রুপনগরে সেলাই মেশিন বিতরণের কার্যক্রম ধারাবাহিক ভাবে পালন করা হবে বলে জানা গেছে।
সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে আমিনুল হক বলেন, ‘আমরা মানুষের কল্যাণে কাজ করি। আমাদের উদ্দেশ হল সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের কর্মসংস্থানের ব্যবস্হা করা।’ তিনি বলেন, ‘অসহায় নারী পুরুষদের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের কথা চিন্তা করেই সেলাই মেশিন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সদস্য এম আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু, আয়ুব আলি, তুহীন, হাবিবুর রহমান, এম এ ওহাব আবু, নয়ন, শাহীন, সোলাইমান, জসিম উদ্দিন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফ আলি গাজী প্রমুখ।