প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষকে সনদপত্রসহ সেলাই মেশিন বিতরণ
মাদারীপুরে দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পরিষদের উদ্যোগে সেলাই, কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সনদপত্র প্রদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেলাইমেশিন বিতরণ ও সনদ প্রদান করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে এই সেলাই মেশিন ও সনদপত্র তুলে দেন।
জেলার বিভিন্ন এলাকার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ নারী-পুরুষকে সনদপত্র, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ১৫০ নারীকে সেলাইমেশিন এবং ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ জনকে সনদপত্র দেওয়া হয়। এ সময় প্রশিক্ষণপ্রাপ্তদের এককালীন ভাতাও দেওয়া হয়।
সনদপত্র প্রদান ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মীর মামুনুর রশিদ, অপর প্যানেল চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, জেলা পরিষদের সদস্য ইলিয়াস হোসেন, রোকসানা পারভীন, মো. মহিউদ্দিন খান, রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস দেবনাথ প্রমুখ।