পটুয়াখালীতে দেড় কোটি টাকার রেণুসহ গ্রেপ্তার ১৯
পটুয়াখালীতে ট্রাকে করে পাচারকালে এক কোটি ৫৩ লাখ টাকার অবৈধ রেণু পোনাসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে দুমকি উপজেলার পাগলা এলাকায় মৎস্য বিভাগের অভিযানে এসব রেণু জব্দ ও তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকির পাগলা এলাকায় পটুয়াখালী-বরিশাল মহাসড়কে একটি ট্রাকে অভিযান চালায় মৎস্য বিভাগ। অভিযানে বিপুল পরিমাণ রেণু পোনা জব্দ করা হয়। পরে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাবিদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন র্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। পরে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনের দুই মাস করে কারাদণ্ড, ১৩ জনকে একমাস করে কারাদণ্ড, একজনকে ৫০০ টাকা জরিমানা এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
উদ্ধারকৃত রেণুপোনা স্থানীয় পায়রা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলামের উপস্থিতিতে অবমুক্ত করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, ভোলা এবং পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকা থেকে এসব রেণু পোনা সংগ্রহ করা হয়। জব্দকৃত এসব রেণুর আনুমানিক দাম এক কোটি ৫৩ লাখ টাকা।