পটুয়াখালীতে দোকান লুট, দুজনকে কুপিয়ে জখম
পটুয়াখালী সদর উপজেলার হাজিখালী গ্রামের বাজার সংলগ্ন একটি দোকানে আজ দুপুর দিকে আবু দাউদ (৩৫) নামের এক ব্যবসায়ী ও তার কর্মচারী নুর আলমকে (২৫) কুপিয়ে-পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাজিখালী বাজারে একটি দোকানের জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের সেলিম আকনের নির্দেশে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী আবু দাউদের বড় ভাই হাসান কাজী। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা আবু দাউদকে হত্যার চেষ্টা করেছে এবং দোকান থেকে মালামাল ও টাকা লুট করে নিয়ে গেছে।’
হাসান কাজী আরও বলেন, ‘দুর্বৃত্তদের নেতৃত্বে ছিলেন সেলিম আকনের ভাই আবুল কাশেম। তার সঙ্গে মোস্তফাসহ আরও ২০ জন মিলে হামলা করেছে। আবু দাউদের চোখে তিনটি সেলাই ও নুর আলমের মাথায় ১৫টি সেলাই লেগেছে।’
আবু দাউদ সদর উপজেলার হাজিখালী গ্রামের মৃত কাজী নূরুল ইসলামের ছেলে। তিনি হাজিখালী বাজারে মুদি দোকান করেন। নুর আলম তার সহযোগী হিসেবে দোকানে কাজ করেন।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোনে জানান, হাজিখালী বাজারে দুই পক্ষের বিরোধের জেরে একটি মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দুপুরে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।