পাচারের উদ্দেশে শিশু অপহরণ, গ্রেপ্তার ১
আসিফ নামে চার বছরের এক শিশুকে পাচারের উদ্দেশে অপহরণের অভিযোগে মারফত আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার উকিয়ারা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই সাথে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মারফত আলীর বাড়ি সদর উপজেলার উকিয়ারা গ্রামেই।
পুলিশ জানায়, অপহৃত শিশুটির বাবা রাজবাড়ী জেলার আক্কাস আলী ঢাকার গাবতলী বেড়িবাঁধ কলোনিতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। পেশাগত কারণে শ্রমিক তাঁর সঙ্গে মারফত আলীর সখ্যতা গড়ে উঠে। সেই সুবাদে প্রায় তিন মাস ধরে মারফত আলী আক্কাসের ভাড়া বাসাতেই থাকতেন। গত ২৭ জানুয়ারি আক্কাসের সঙ্গে তার স্ত্রী খাদেজা বেগমের ঝগড়া হয়। ঝগড়া শেষে তিনি কাজে চলে যান। রাতে বাড়ি ফিরে দেখতে পান তাঁর স্ত্রী, ছেলে আসিফ ও এক বছরের মেয়ে রাশেদা বাড়িতে নেই। তারপর বিভিন্ন স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি। ঘটনার তিন দিন পর তার স্ত্রী ছোট মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসেন। পরে স্ত্রী আক্কাসকে জানান, অভিযুক্ত মারফত আলী বেড়ানোর কথা বলে তাদের মানিকগঞ্জে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে শিশু আসিফকে কৌশলে তিনি অপরহণ করে নিয়ে যান।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, আজ সকালে আক্কাস আলী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মারফত আলীকে গ্রেপ্তার করে। সেইসঙ্গে শিশুটিকে উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মারফত আলীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।