শিশুকে অপহরণের ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার, দুই বোন গ্রেপ্তার
গাজীপুরে মা-বাবার কাছ থেকে কৌশলে সাত মাসের এক শিশু অপহরণের ১০ ঘণ্টার মধ্যে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির চাচি ও তাঁর বোনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার করা দুই বোন হলেন বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর এলাকার জাকিয়া সুলতানা জান্নাত (২৩) ও তাঁর ছোট বোন রাকিবা আভান আঁখি (২১)। জাকিয়া ওই শিশুর চাচা গাজীপুর মহানগরীর সদর থানার বাঙ্গালগাছ এলাকার মাসুদের স্ত্রী।
জিএমপির উপকমিশনার জানান, গতকাল রোববার দুপুরের পর গাজীপুর শহরের বাঙ্গালগাছ এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। রাজমিস্ত্রির সহকারী রহিম উদ্দিন (৫০) ও তাঁর স্ত্রী হাবিবা আক্তার তাঁদের সাত মাসের শিশু রিয়াদ হোসেন ওরফে রোহানকে নিয়ে বাসায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ঘরে আসেন রহিম উদ্দিনের চাচাতো ভাই মাসুদের স্ত্রী জাকিয়া। কথাবার্তা বলার একপর্যায়ে শিশুটিকে নিয়ে যান তিনি। বেশকিছু সময় শিশুটিকে ফেরত না আনায় তার মা-বাবা জাকিয়ার কাছে যান। তারা জাকিয়াকে শিশু রিয়াদ সম্পর্কে জিজ্ঞেস করেন। এ সময় তিনি রহিম উদ্দিনের বাড়িতে যাওয়া ও শিশুকে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ সময় শিশুটির মা-বাবা কান্নাকাটি শুরু করেন। এ সময় আশপাশের লোকজন সেখানে ভিড় জমান। পরে জাতীয় সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদের নেতৃত্বে সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারকাজ শুরু করে। এ সময় জাকিয়ার অসংলগ্ন কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশু রিয়াদকে অপহরণের কথা পুলিশের কাছে তিনি স্বীকার করেন। তিনি জানান তার বোন আঁখির মাধ্যমে শিশুটিকে বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদের নেতৃত্বে একটি দল রাতেই বগুড়ায় গিয়ে অভিযান চালিয়ে শিশুটিকে অপহরণের ১০ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ সময় অপহরণকারী জাকিয়া ও তার বোন আঁখিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা শিশু অপহরণকারী দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। আজ শিশুটিকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।