নাটোরে হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় ২ নারী কারাগারে
নাটোর সদর হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় গ্রেপ্তার দুই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (১১ জুন) বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম এই আদেশ দেন।
জানা গেছে, শিশু চুরির সঙ্গে জড়িত হোটেল শ্রমিক কাজলী বেগম ও ক্রয়কারী কাজলী খাতুনকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলমের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গত শুক্রবার দুপুরে ডাক্তার দেখানোর কথা বলে নাটোর সদর হাসপাতালে দাদির কোল থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় নার্সের ছদ্মবেশে থাকা হোটেল কর্মচারি কাজলী বেগম। দুপুরেই খুলনাগামী ট্রেনে উঠে শিশুটিকে কুষ্টিয়ার খাজানগর এলাকার অপর গৃহবধূ কাজলী খাতুনের কাছে আট হাজার টাকায় বিক্রি করেন। রাতেই নাটোরে ফিরে আসেন শিশু চোর ওই নারী।