পাচারের সময় ভারতীয় ট্রাকে মিলল ৮৩ কেজি ইলিশ
দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ভারতে পাচার হচ্ছিল ৮৩ কেজি ইলিশ মাছ। আমদানিকৃত পণ্য খালাস করে ভারতে ফেরার পথে ভারতীয় ট্রাকে করেই গোপনে নেওয়া হচ্ছিল এসব মাছ। আজ রোববার সকালে হিলি বন্দরের চেকপোস্টের মোট ১০৯টি ইলিশ মাছ জব্দ করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার ইলিয়াছ মিয়া জানান, গতকাল শনিবার হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাথরবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে আসে। আজ সকাল ১০টার দিকে ওই ট্রাকটি পাথর খালাস করে ভারতে ফিরে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা চেকপোস্ট গেটে ট্রাকটিকে থামিয়ে তল্লাশি করে চালকের কেবিনের ভেতর থেকে ১০৯টি ইলিশ মাছ জব্দ করেন। মাছগুলো বিভিন্ন এতিমখানায় দিয়ে দেওয়া হয়।