পার্বতীপুরে করোনা উপসর্গে নারীর মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার সময় এই নারীর মৃত্যু হয়।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহিল মাফি জানান, পার্বতীপুর উপজেলার ওই নারী (৪৫) কয়েকদিন থেকেই জ্বর, সর্দি ও কাশির উপসর্গ নিয়ে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হলে গতকাল করোনার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই নারীর মৃত্যু হয়।
ওই নারীর বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তা তিনি আরো বলেন, ‘শনিবার নমুনা সংগ্রহের রেজাল্ট পাওয়া যাবে। স্বাস্থ্যবিধি মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’