পুকুরে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই শিশু
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে জান্নাতুন মাওয়া (৫) ও সুমনা (৫) নামের দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ১ নম্বর এলুয়ারী ইউনিয়নের দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জান্নাতুন মাওয়া দামোদরপুর গ্রামের মো. মানিকের মেয়ে আর সুমনা একই গ্রামের বদরুজ্জামানের মেয়ে। শিশু দুটি কাজাপুর একরামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
১ নম্বর এলুয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম জানান, গতকাল বিকেল থেকে শিশু দুটিকে বাড়ির লোকজন খুঁজে পাচ্ছিল না। জানা গেছে, শিশু দুটি গতকাল বিকেলের কোনো এক সময় বাড়ির অদূরে দামোদরপুর পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে গ্রামের মানুষ।