ফরিদপুর মেডিকেলে করোনায় ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন করোনা পজিটিভ ছিলেন। বাকি তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের মধ্যে তিন জন ফরিদপুরের বাসিন্দা। এ ছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ ও মাগুরার এক জন করে মারা গেছেন।
এ ছাড়া ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৫১ শতাংশ। জেলায় দুই মাসের মধ্যে এবারই প্রথম শনাক্তের হার ৩০ এর নিচে নামল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ২২৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছে ২৫ জন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ১৫ জন করোনা রোগী।
জেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় মোট ১৯ হাজার ৬৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।