ফরিদপুর মেডিকেলে করোনায় ও উপসর্গে ৯ জনের মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিলেন। অপর চার জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ২৫ শতাংশ।
এদিকে, দুমাস ধরে শনাক্তের হার ৩০-এর ওপরে থাকলেও গত কয়েক দিন ধরে শনাক্তের হার কমে এসেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ২২৯ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪২ জন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ১৫ জন করোনা রোগী।
জেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলায় মোট ১৯ হাজার ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে।