ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপ্তাব আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আপ্তাব আলী দুপুরের দিকে ধানের ময়লা পরিষ্কার করার জন্য স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত ওই সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাঁকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।