বন্ধুর হাত-পা বেঁধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বন্ধুর সঙ্গে আশুরার বিলে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অভিযুক্ত আরো এক যুবক পলাতক রয়েছে।
গ্রেপ্তার যুবকরা হলো, নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা এলাকার শাহিনুর (৩০), আবদুল আজিজ (৩১), ফতেপুর এলাকার সাজেদুর ইসলাম সাজু (২০) ও শাহারুল ইসলাম (২১)। পলাতক যুবক হলো শওগুনখোলা এলাকার রেজুয়ানুল (২০)।
নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সামসুল আলম জানান, গতকাল সোমবার বিকেলে এক বন্ধুর সঙ্গে আশুরার বিলে ঘুরতে গিয়েছিলেন বিরামপুর উপজেলার এক কলেজছাত্রী। বিলের পাশে শালবনে দাঁড়িয়ে গল্প করার সময় অভিযুক্ত শাহিনুরের নেতৃত্বে পাঁচ যুবক ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে হাত-পা বেঁধে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে ওই কলেজছাত্রীকে শালবনের ভেতরে তুলে নিয়ে ধর্ষণ করে শাহিনুর।
এ ঘটনায় ওই কলেজছাত্রীর বন্ধু বাদী হয়ে গতকাল সোমবার রাতে নবাবগঞ্জ থানায় একটি ছিনতাই ও ধর্ষণের মামলা করেন। পরে থানা পুলিশ চার যুবককে গ্রেপ্তার করে। পরে ওই কলেজছাত্রী এক যুবককে ধর্ষণকারী বলে চিহ্নিত করেন। গ্রেপ্তার হওয়া চার যুবককে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।