‘বিএনপির গণঅভ্যুত্থান গোলাপবাগের গরুর বাজারে হারিয়ে গেছে’
বিএনপির গণঅভ্যুত্থান গোলাপবাগের গরুর বাজারে হারিয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। বদলে যাওয়ায় বিএনপির এতো জ্বালা। বিএনপির গণঅভ্যুত্থান কোথায় গেলো? বিএনপির নেতারা বলেছিল শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের নিয়ে পালিয়ে যাবেন। কিন্তু কোথায় গেলো এতো হাক ডাক?
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে বেলা ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
এসময় বিএনপির ইউনিয়ন কর্মসূচি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কয়টা গ্রামে গেছে? আওয়ামী লীগ গ্রামে গ্রামে মানুষের পাশে গেছে। তাদের পদযাত্রা কর্মসূচিতে কিছু হবে না বরং আমাদের শান্তির সমাবেশ সফল হচ্ছে। আমরা পাল্টাপাল্টি সমাবেশ করি না, বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করে। গত ১০ ডিসেম্বরের পর থেকে আওয়ামী লীগ বিএনপির কোনো সমাবেশ হামলা করেনি, বাধা দেয়নি। আমরা তাদের (বিএনপি) কথায় পাল্টা কর্মসূচি দেই না। আমরা ডাকি সমাবেশ হয়ে যায় মহাসমাবেশ, আর বিএনপির সমাবেশ হয় কোনমতে।’
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলেছিল ১০ তারিখের পর আওয়ামী লীগ পালিয়ে যাবে। অথচ তাদের নেতা তারেক রহমান পালিয়ে গেছে। তারেক রহমানকে বলেন সৎ সাহস থাকলে দেশে এসে সামনাসামনি খেলতে। আসেন খেলি। খেলা হবে, ফাইনাল খেলা।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন ঘোড়ার ডিম, তাদের আন্দোলন দেখে ঘোড়ায়ও হাসে। আর লন্ডনের তারেক রহমানের প্রিয়পাত্র মির্জা ফখরুল নন প্রিয়পাত্র হলেন আমীর খসরু মাহমুদ। আর এই খবরও আমাদের কাছে আছে।’
বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘আক্রমণে যাবেন না, আক্রমণে গেলে হাত ভেঙে যাবে। আ.লীগ খালি মাঠে গোল করে না। আ.লীগ শক্ত প্রতিদ্বন্দ্বির সাথে খেলে। শেষমেশ বিএনপিও নির্বাচনে আসবে। তবে পানি ঘোলা করে আসবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আ.লীগ ভয় পায় না, বিএনপির আন্দোলন মরা গাঙের মতো। তারা কথায় কথায় আন্দোলনে যায়, তারা বলে আ.লীগের পায়ের তলায় মাটি নেই। তাহলে নির্বাচনে আসতে কেন ভয় পান। নির্বাচনে আসুন, সামনাসামনি খেলা হবে, ফাইনাল খেলা।’
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম নাদেল, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল হুদা মুকুটের সভপাতিত্বে সম্মেলন অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নোমান পলিন বখত।