বিরামপুরে মদ পানে আরো ৩ জনের মৃত্যু
দিনাজপুরের বিরামপুর উপজেলার মাহমুদপুর গ্রামে বিষাক্ত মদ পান করে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন আবদুল আলীম, সোহেল রানা ও মনোয়ার। উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁরা মারা যান। এ ঘটনায় গতকাল ও আজ পর্যন্ত নয়জন মারা গেলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর গ্রামে ১৪ থেকে ১৫ জন বসে চোলাই মদ পান করছিলেন। এ সময় তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উপজেলা হাসপাতালে নেওয়ার পর চারজনের মৃত্যু হয়। এরপর গতকাল দুপুরে দুজন, রাতে দুজন এবং আজ বৃহস্পতিবার ভোরে একজন মারা যান। বর্তমানে অসুস্থ অবস্থায় দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনেকে ভর্তি আছেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন জানান, মারা যাওয়া ব্যক্তিরা অ্যালকোহল জাতীয় কোনো পানীয় পান করেছিলেন। এরপর তাদের মৃত্যু হয়।