বিশ্বে আমরা মাথা উঁচু করেই বাঁচতে চাই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে গণতান্ত্রিক ও স্থিতিশীল পরিবেশ বিরাজমান রয়েছে বলেই এত উন্নয়ন হচ্ছে। আমরা বিজয়ী জাতি। আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ও বাঁচতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ শিক্ষাই দিয়েছেন।
প্রধানমন্ত্রী আজ সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর কাতার সফরের সারসংক্ষেপ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ কাতারে গিয়েছিলেন শেখ হাসিনা। ‘এলডিসি-৫ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেন তিনি। গত ৮ মার্চ প্রধানমন্ত্রী কাতার সফর শেষে দেশে ফেরেন।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। যদিও করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশ কিছুটা হোঁচট খেয়েছে। এটা শুধু আমাদের জন্যই নয়, গোটা বিশ্বের অর্থনীতিতে এ প্রভাব পড়েছে। আমরা এখান থেকে উত্তরণের চেষ্টা করছি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জাতিকে যে ওয়াদা দেয়, তা পূরণ করে। আমরা নির্বাচনের সময় জাতিকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শতভাগ চেষ্টা করে চলেছি। আমাদের ওপর জনগণের আস্থাও রয়েছে।
সম্মেলনে বাংলাদেশের অর্জনের বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে আমরা একটি কাঙ্খিত উন্নয়নের দিকে নিয়ে যেতে কাজ করছি। এ জন্য কাতারসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছি।