বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেল ছেলে
হালিমা খাতুনের বয়স এখন পঁচানব্বই। বয়সের ভারে নুয়ে পড়েছেন। নানান রোগে আক্রান্ত। নিজের কোনো সন্তান হয়নি। এজন্য স্বামী দ্বিতীয় বিয়ে করেছিলেন। নিজ গর্ভের সন্তান না থাকলেও সতীনের দুই ছেলেমেয়েকে জন্মের পর থেকেই লালন পালন করে বড় করেছেন হালিমা। নিজের নামে থাকা অর্থ-সম্পদ ও জমিজমা সবই লিখে দিয়েছেন দুই ছেলেমেয়ের নামে। এখন তিনি হাঁটাচলা করতে পারেন না। এখন তিনি সন্তানের বোঝা হয়ে গেছেন। তাই গত শনিবার সকালে রাস্তায় ফেলে রেখে যায় সতীনের ছেলে আতিয়ার রহমান।
এদিকে খবর পেয়ে অসহায় বৃদ্ধা হালিমা বেগমকে (৯৫) রাস্তা থেকে উদ্ধার করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন।
ওই বৃদ্ধার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট বুলাকীপুর ইউনিয়নের দামোদারপুর সৌলা গ্রামে।
ওসি আজিম উদ্দিন মুঠোফোনে সংবাদ পেয়ে রাত সাড়ে ৩টার দিকে বৃদ্ধা হালিমাকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করান। তিনি বৃদ্ধা হালিমাকে একটি হুইল চেয়ার উপহার দেন। সেইসঙ্গে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
এদিকে, ঘটনাটি জানার পর গত রোববার দুপুরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম শুকনো খাবার ও বয়স্কভাতার কার্ডসহ বৃদ্ধাকে তাঁর সৎছেলে আতিয়ার রহমানের হাতে তুলে দিয়েছেন।
এছাড়া দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক হালিমা বেগমকে নগদ অর্থ সহায়তা ও তাঁকে একটি সরকারি ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।