বোচাগঞ্জে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নে ২৫৭ জন গরিব, অসহায় প্রতিবন্ধী,বিধবা-বিপত্নীক ও বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে গুড নেইবারস বাংলাদেশের কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প।
আজ রোববার বেলা ১১টায় রনগাঁও ইউনিয়নের এম. চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ২৫৭ জনের মধ্যে প্রতিজনকে আট কেজি চাল,দুই কেজি ডাল,এক কেজি চিনি, এক কেজি লবণ, এক লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।
এ সময় রনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান, প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক কর্নেলিউস দালবৎ, এডমিন অফিসার কলিন্স বিশ্বাস, স্বাস্থ্য কর্মকর্তা আবুল ফাত্তাহসহ কর্মকর্তা, ইউপি সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ত্রাণবিতরণ প্রসঙ্গে প্রকল্প ব্যবস্থাপক বলেন, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) আর্থিক সহায়তায় প্রকল্পের পক্ষ থেকে ত্রাণ বিতরণের এটি প্রথম ধাপ। খাদ্য সংকট পরিস্থিতি মোকাবিলায় উপজেলার আরো দুটি ইউনিয়নেও প্রকল্পের এ ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।
কোইকা ও জিএনবির যৌথ আর্থিক সহযোগিতায় কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প ২০১৯ সাল থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ও ইশানিয়া ইউনিয়নে কাজ করে যাচ্ছে।