ভৈরবে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজীরটেক সেতু সংলগ্ন এলাকা থেকে সোহেল (২৬) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার আজগর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আজ বেলা ১১টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে দুপুরে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত সোহেলের ভাই মোরশেদ মিয়া জানান, তাঁর ছোট ভাই সোহেল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। সারা রাত তিনি বাসায় ফিরেননি। তাঁরা ভেবেছিলেন সারা রাত তিনি অটোরিকশা চালিয়েছেন। আজ দুপুরে পুলিশ তাঁর ভাইয়ের মরদেহ পাওয়া গেছে বলে খবর দেয়। পরে থানায় এসে তিনি মরদেহ শনাক্ত করেন।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ জানান, নিহত সোহেল একজন মাদকাসক্ত। গত দেড় মাস আগে জেল থেকে বের হয়েছেন। হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, আজ শুক্রবার সকালে ৯৯৯-এ একটি কল আসে। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।