‘ভোটের দিনই কেন্দ্রে পাঠানো হবে ব্যালট’
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘নির্বাচনের রাতে ব্যালট ছিনতাইয়ের একটা টেনডেনসি তৈরি হয়েছিল। এ কারণে যতো কষ্টই হোক ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে ভোটের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পাঠানো হবে।’
আজ মঙ্গলবার নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জিমনেশিয়াম হলে অনুষ্ঠিত এক কর্মশালায় এসব কথা বলেন রফিকুল ইসলাম। আগামী ২৮ নভেম্বরে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।
এ সময় রফিকুল ইসলাম নির্বাচনকালীন সংশ্লিষ্ট সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কর্মশালায় জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দেবী পাল উপস্থিত ছিলেন।
২৮ নভেম্বর নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।