মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে ১০ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দশ রোগী মারা গেছেন।
মমেকলেজ হাসপাতাল করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মো. মহিউদ্দিন খান আজ সকালে এই খবর জানিয়েছেন।
করোনায় মারা যাওয়া ছয় জন হলেন—শেরপুর জেলার রহিমা (৪৫), নেত্রকোনার বকুলা আক্তার (৬৭), জামাপুরের আবুল হাশেম (৭০) ময়মনসিংহ সদরের ফাতেমা (৮০), নাজমুল হোসেইন (৬৮) এবং ভালুকার নুরজাহান পারভিন (৬০)।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা গেছেন চার জন। তাঁরা হলেন ময়মনসিংহের জয়নাল আবেদীন (৭৫), এস কে এম হারেস উদ্দিন (৭০) ও আমেনা (৮০), এবং নেত্রকোনার মঞ্জুরা (৪০)। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ রোগী। গত ২৪ ঘণ্টায় আইসিইউতে চিকিৎসাধীন ২০ জনসহ ৪২৪ জন রোগী ভর্তি আছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২৪ ঘণ্টায় এক হাজার ২৮৩ নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছ ৩৯১টি। শনাক্তের হার ৩০ দশমিক ৪৭ শতাংশ।