মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, আহত ১০
তৃতীয় দফায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হায়দার কাজীর মিছিলে দুর্বৃত্তদের হামলায় ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যদক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হায়দার কাজীর কর্মী-সমর্থকরা মাদ্রা এলাকা থেকে একটি মিছিল বের করে শহরের দিকে আসছিল। মাঝপথে তালতলা এলাকায় এলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায় একদল দুর্বৃত্তরা। এতে হায়দার কাজীর অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হয়।
আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হায়দার কাজী বলেন, ‘আমার মিছিলে ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করেছে। মাদ্রা এলাকায় প্রতিপক্ষের লোকজন সন্ত্রাসীর রাজত্ব কায়েমের চেষ্টা করছে। জনগণ আমার সঙ্গে রয়েছে। আমার বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।’
তবে ঝাউদি ইউনিয়নের আরেক স্বতন্ত প্রার্থী সিরাজুল ইসলাম আবুল এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। তিনি জনগণকে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান মিঞা বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। রাতে থানায় অভিযোগ দিয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এ উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ফলে স্বতন্ত্র পদে অনেকে নির্বাচন করছেন।