মেহেরপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু
মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম বাবুল নামের এক স্টুডিও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত ব্যবসায়ীর ভাই মিল্টন জানান, গত ৫ আগস্ট সর্দি ও জ্বরে আক্রান্ত হলে তাঁর ভাইকে করোনার নমুনা দেওয়া হয়। ৯ আগস্ট করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর মেহেরপুর জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় ১২ আগস্ট রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, স্বাস্থ্যবিধি মেনে রফিকুল ইসলাম বাবুলের দাফন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সদস্যরা। জেলায় এ পর্যন্ত ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছে ২৫৮ জন। মারা গেছে ১১ জন।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহ্বান জানান সিভিল সার্জন।