মেহেরপুরে ট্রলির চাপায় জজ আদালতের বেঞ্চ সহকারী নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রলির নিচে চাপা পড়ে জজ আদালতের বেঞ্চ সহকারী মমিন হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার চেংগাড়া বাজারের অদূরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিন হোসেন গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত মারজুল হকের ছেলে। তিনি মেহেরপুর জজ আদালতের বেঞ্চ সহকারী পদে কর্মরত ছিলেন। এ ছাড়া দৈনিক ভোরের ডাক পত্রিকার গাংনী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মোমিন হোসেন গতকাল রোববার মোটরসাইকেলে করে মেহেরপুর কোর্টে যাওয়ার পথে চেংগাড়া বাজারের অদূরে অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় পেছনে থাকা একটি ইটবোঝাই ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হন মোমিন। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সাইলা বলেন, ‘মোমিন হোসেনকে হাসপাতালে নেওয়ার আগের তাঁর মৃত্যু হয়েছে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’