মেহেরপুরে পাটক্ষেত থেকে নারীর গলিত লাশ উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
জানা গেছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের হাত-পা বাঁধা ছিল। কঙ্কালসার লাশের কাছ থেকে উদ্ধার হওয়া পোশাক দেখে তাঁকে নারী বলে শনাক্ত করছে পুলিশ। কৌশলে তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম লাশটি উদ্ধারের পর জানান, রাধাগোবিন্দপুর ধলা গ্রামের কৃষক বেল্টু মিয়া আজ দুপুরের দিকে পাটক্ষেতে গিয়ে গন্ধ পেয়ে মাঠের কৃষকদের সঙ্গে নিয়ে লাশটির সন্ধান পান। গলিত মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাজেদুল ইসলাম আরও জানান, লাশটির পরিচয় ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।