মেহেরপুরে মোটরসাইকেলকে বাসের ধাক্কা, ব্যবসায়ী নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় বাসের ধাক্কায় জিল্লুর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গাংনী বাজারের উত্তরপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমান জোড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভূষিমাল ও সবজি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিল্লুর রহমান মোটরসাইকেলে করে গাংনী বাজারে আসার পথে উত্তরপাড়া এলাকায় পৌঁছানোর পর মেহেরপুরগামী যাত্রীবাহী একটি বাস পেছন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন জিল্লুর। পরে তাঁকে গাংনী ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিডি দাশ জানান, জিল্লুর রহমানকে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপর বাসটি আটক করা হলেও স্থানীয় কয়েকজন পরিবহণ শ্রমিকের সহায়তায় বাসটি নিয়ে মেহেরপুরের দিকে পালিয়ে যান চালক।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।