মেহেরপুরে সাংবাদিক নির্যাতন, বিচারের দাবিতে পথসভা
মেহেরপুরে দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা সাত দিনের কর্মসূচি শুরু করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ সোমবার সাংবাদিক নির্যাতনবিরোধী পথসভা করেন তাঁরা।
এর আগে সাংবাদিকরা মেহেরপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মৌন মিছিলে অংশ নেন। জেলার তিন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সব সংবাদিক এ আন্দোলন কর্মসূচিতে অংশ নেন।
মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর সভাপতিত্বে ও সাংবাদিক মুজাহিদ মুন্নার সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক ফজলুল হক মন্টু, আলামীন হোসেন, তুহিন আরণ্য, মাহাবুব চান্দু, ইয়াদুল হক, মাহাবুবুল আলম, আতিক স্বপন প্রমুখ।
অভিযোগ উঠেছে, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ে দুজন সাংবাদিক তথ্য গ্রহণের জন্য গেলে উপপরিচালক আব্দুল কাদেরের নেতৃত্বে তাঁদের একটি কক্ষে আটকে রেখে মারধর ও ক্যামেরা ভাঙচুর করা হয়। এ ঘটনার বিচার চেয়ে গত আট দিনেও কোনো প্রতিকার না পাওয়ায় সাংবাদিকরা সাত দিনের প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে। আগামীকাল মঙ্গলবার এ নির্যাতনের বিচার চেয়ে সাংবাদিকরা রাস্তায় মৌন মিছিল করবেন বলে জানিয়েছেন।