ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। অপর ১৫ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার নুরুল হুদা (৬৫), নুরুল ইসলাম (৬০), পরিমল চন্দ্র দে (৯০), হালুয়াঘাটের বিজয় রিচিল (৬০), ত্রিশালের আনোয়ারা বেগম (৭৭), হাসিনা (৬২), তারাকান্দার ইউসুফ (৮০), নান্দাইলের আব্দুল হেলিম (৬৫), নেত্রকোনার জাহানারা (৫৪) ও শেরপুরের শ্রীবরদী উপজেলার মাহমুদা (৬৪)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের লুৎফুন্নাহার (৮৩), সীমা সাহা (৫০), ত্রিশালের শামীমা নাসরিন (২৬), গফরগাঁওয়ের রমিজ উদ্দিন (৮৫), সালেহা (২৫), ইশ্বরগঞ্জের রওশন আরা (৫০), ফুলবাড়িয়ার আবু বকর সিদ্দিক (৬০), মুক্তাগাছার জরিনা খাতুন (৫৫), গৌরীপুরের শিরিন (৫০), নান্দাইলের খোদেজা বেগম (৪৬), নেত্রকোনার ফরহাদ (৪৫), আব্দুর রহমান (৮৫), জামালপুরের রোকেয়া (৬০), টাঙ্গাইলের আকবর আলী (৬০) ও কিশোরগঞ্জের সুমেতা (৬০)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৩৫৯ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৫৯ জন।
এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।