ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন করোনা পজিটিভ ছিলেন। অপর নয় জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দার বালু সিংহ (৬০), নেত্রকোনা জেলা সদরের ফারজানা খানম (৪৫) ও পূর্বধলার আব্দুল কাদের (৭০)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের ইয়াকুব আলী (৬৫), রতন মিয়া (৩৫), সরফুন্নাহার (৬৫), ভালুকার রমিজা খাতুন (৫৫), ফুলবাড়িয়ার ইয়াদ আলী (৭৫), শেরপুর সদরের হালিমা (৬৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০) ও জামালপুরের বকশীগঞ্জের রফিকুল ইসলাম (৬২)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৪৯৭ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২২ জন।
এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে অ্যান্টিজেন টেস্টে ৬২ জন এবং আরটি-পিসিআর টেস্টে ৭৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৯ দশমিক ৪০ শতাংশ।