যশোরে অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর দিল সালেহা কবীর জীবন ফাউন্ডেশন
যশোরের শার্শা ও ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য অত্যাধুনিক চারটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে সালেহা কবীর জীবন ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার দুপুরে শার্শা ও ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য দুটি করে অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়।
সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (এন্টি টেররিজম ইউনিট) মনিরুজ্জামান নিজস্ব অর্থায়নে করোনা রোগীদের জীবন বাঁচাতে অতি জরুরি প্রয়োজনীয় চারটি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর দেন।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান, সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সোহারাব হোসেন, সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, উপপরিদর্শক মুস্তাফিজুর রহমানসহ সালেহা কবীর জীবন ফাউন্ডেশনের কর্মকর্তারা।