রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন আনোয়ার হোসেন
সামগ্রিক কর্ম মূল্যায়নে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের এসপি মোহাম্মদ আনোয়ার হোসেন। চলতি বছরের মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর রেঞ্জের সব ইউনিটের সঙ্গে যুক্ত হন। এ সময় তিনি ইউনিটগুলোর আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
এই মূল্যায়নে মোহাম্মদ আনোয়ার হোসেন কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। তিনি এই দিনাজপুর জেলায় দায়িত্ব নেওয়ার পর কর্মকালীন সময়ে আটবার শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত এই মূল্যায়ন সভায় কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। এ সময় রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর সার্কেল এবং শ্রেষ্ঠ থানা হিসেবে একই জেলার ঘোড়াঘাট থানা নির্বাচিত হয়।
সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।