রাজধানীতে কুঁড়ার বস্তায় গাঁজা উদ্ধার
থরে থরে সাজানো কুঁড়ার বস্তা। পিকআপভ্যানে থাকা ওই বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো ছিল ৪৮ কেজি গাঁজা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে তথ্য ছিল, একটি ট্রাকে গাঁজাগুলো রাজধানীর তেজগাঁও এলাকায় হস্তান্তরের জন্য নিয়ে আসা হচ্ছে।
এই তথ্যের সত্যতা জানতে র্যাব রাস্তার মোড়ে ওত পাতে। ঘটনা তেজগাঁওয়ের নাবিস্কো মোড়। রাত তখন পৌনে ১২টা। হঠাৎ র্যাব একটি ট্রাক দেখতে পান। রাত তখন ২টা ১০। দেখামাত্রই র্যাব হাত ইশারা করে থামতে। তবে র্যাবের এই ইশারা দেখে, পিকআপে থাকা মাদক কারবারিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে।
দৌঁড়ানোর চেষ্টা করলেও তারা পার পেতে পারেনি। ধরে পড়েন র্যাবের হাতে। ধরা পড়া দুজন হলেন পলাশ মজুমদার (৪২) ও জহিরুল ইসলাম (২১)। তবে ধরার পড়ার পরও তারা স্বীকার করতে চাননি, যে কুঁড়ার বস্তার ভেতরে গাঁজা রয়েছে।
কিন্তু র্যাবের কাছে গোপন তথ্য অনুযায়ী, বস্তার ভেতরে গাঁজা থাকার কথা। ফলে র্যাব তাদের কথা বিশ্বাস করেনি। তারপর বস্তার ভেতরে তল্লাশি চালিয়ে র্যাব ৪৮ কেজি গাঁজা দেখতে পান। পুরো বিষয়টি আজ রোববার বিকেলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন র্যাব-২-এর সহকারী পরিচালক (এএসপি) আবদুল্লাহ আল মামুন।
আবদুল্লাহ আল মামুন দাবি করে বলেন, ’অভিযানে গাঁজা পাওয়ার পর আটকৃতরা স্বীকার করেন, তারা তেজগাঁও এলাকায় হস্তান্তরের জন্য এগুলো নিয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরে তারা ট্রাকে করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। এরপর গাঁজাসহ ট্রাকটি জব্দ করা হয়। এবং তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।’