রাজধানীতে কুয়াশার সঙ্গী হঠাৎ বৃষ্টি
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছিল, রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলের আকাশ মেঘলাসহ গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। পূর্বাভাসকে সত্য প্রমাণ করে রাজধানীতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। পাশাপাশি সঙ্গী হিসেবে হালকা বৃষ্টিও ঝরেছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ঢাকাসহ এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এর পাশাপাশি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।