রাজশাহীতে পৌর মেয়রের গাড়িচালক অস্ত্রসহ আটক
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের মধ্যে ভয়-ভীতি সৃষ্টির জন্য অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগে তুহিন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (কিরিচ) জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক তুহিন তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের গাড়িচালক বলে জানা গেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মঙ্গলপুর গ্রামে আগামীকাল রোববারের ইউপি নির্বাচনকে ঘিরে মহড়া দিচ্ছিলেন তাহেরপুর পৌর মেয়রের গাড়িরচালক তুহিন-এমন অভিযোগ এনে এলাকাবাসী দেশীয় একটি অস্ত্রসহ তাঁকে আটক করে পিটুনি দেন। আটক তুহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর থানা হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে এখনও মামলা কোনো লিখিত অভিযোগ পাইনি বলে জানান ওসি।