রাতে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, গ্রেপ্তার ২
ঝিনাইদহের শৈলকুপার সাফখোলা গ্রামে রাতের আঁধারে নারীর আপত্তিকর ভিডিও ধারণের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন পুলিশ সুপার আশিকুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সাফখোলা গ্রামের জুলকার খাঁ (৩৫) ও একই গ্রামের জান্নাতী খাতুন (২০)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলকার খাঁর তিন স্ত্রী তাকে পরিত্যাগ করে চলে যাওয়াই সেই রাগে নারীদের প্রতি আসক্ত হয়ে পড়ে। রাতের আঁধারে সাফখোলা গ্রামের ঘুমন্ত নারীদের নগ্ন ভিডিও ধারণ করে আসছিল সে। ইচ্ছে ছিল ব্লাক মেইল করে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ হাতানো। তার সহযোগী হিসাবে কাজ করেছে প্রেমিকা জান্নাতী খাতুন। তবে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো আপত্তিকর ভিডিও এবং ছবি পাওয়া যায়নি।
জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাফখোলা গ্রামে একটি বাড়িতে গত ২৩ এপ্রিল রাতে জানালা দিয়ে নারীদের ভিডিও ধারণের সময় বাড়ির লোকজন টের পায়। সেসময় ওই ব্যক্তি মোবাইলফোনটি ফেলে পালিয়ে যায়। গ্রামে সালিশ বৈঠক বসে। কিন্তু কেউ শনাক্ত করতে পারে না ভিডিও ধারণকারীকে। প্রায় দুই বছর ধরে রাতের আঁধারে নারীদের নগ্ন ভিডিও ধারণ ও ছবি তোলার কাজ করতো চক্রটি। এ বিষয়ে শৈলকুপা থানায় ৪ মে পর্নগ্রাফি আইনে অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়। সেই মামলার আসামি জুলকার খাঁ ও জান্নাতী খাতুনকে নিজ বাড়ি থেকে শুক্রবার ভোর রাতে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।