শিশুকে আছড়ে হত্যার অভিযোগ, বাবা আটক
সিরাজগঞ্জের সলঙ্গায় বাবার বিরুদ্ধে তিন মাসের এক শিশুকে আছড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এরই মধ্যে শিশুটির বাবা রঞ্জু মিয়াকে (২৫) আটক করেছে র্যাব। সলঙ্গা থানাধীন রামারচর গোজা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে তাঁকে আটক করা হয়।
আটক রঞ্জু মিয়া সলঙ্গার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
সিরাজগঞ্জ র্যাব-১২-এর হেডকোয়ার্টার থেকে আজ বৃহস্পতিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
র্যাব জানায়, তিন বছর আগে চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের রঞ্জু মিয়ার সঙ্গে পাশের ভয়নগর গ্রামের জান্নাতি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রঞ্জু মিয়া মাদক সেবন করে আসছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। তিন মাস আগে তাঁদের সংসারে একটি মেয়ে শিশুর জন্ম হয়। গতকাল বুধবার স্বামী-স্ত্রীর মধ্যে আবারও মনোমালিন্য হলে নেশাগ্রস্ত রঞ্জু মিয়া তাঁর তিন মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে আছড়ে ফেলে হত্যা করে আত্মগোপনে যান। ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তী সময়ে র্যাব-১২ বিষয়টি জানতে পারলে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সলঙ্গার রামারচর গোজা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রঞ্জু মিয়াকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন।