সাতক্ষীরায় ‘পুলিশ’ লেখা প্রাইভেটকারে ৩৪৩০ ইয়াবা, গ্রেপ্তার ৩
প্রাইভেটকারে ‘পুলিশ’ স্টিকার লাগিয়ে পাচারকালে সাড়ে তিন হাজার ইয়াবাসহ তিন ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার সকালে সাতক্ষীরা শহরের তালতলা বাজার এলাকা থেকে র্যাব ৬-এর সদস্যরা তিন হাজার ৪৩০ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ এবং তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত চোরাকারবারিরা হলেন সাতক্ষীরার মধ্যকাটিয়ার মাহফুজ আরিফ অপু, বাটকেখালির রায়হান বিপ্লব ও গড়েরকান্দার আনিস গাজী।
র্যাব ৬-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, আজ সকালে ‘পুলিশ’ স্টিকার লাগানো একটি প্রাইভেটকারের পিছু নেয় র্যাবের একটি দল। খুলনা অভিমুখে যাওয়া প্রাইভেটকারটি সাতক্ষীরা শহরের তালতলা এলাকার সুন্দরবন টেক্সটাইল মিলসের কাছে দাঁড় করানো হয়। এ সময় তল্লাশি করে ওই প্রাইভেটকার থেকে ৩৪৩০টি ইয়াবা জব্দ করা হয়। তখনও তারা নিজেদের পুলিশের লোক পরিচয় দেয়। পরে চ্যালেঞ্জ করা হলে তারা স্বীকার করে তারা পুলিশ নয়। প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার জন্য গাড়িতে ‘পুলিশ’ স্টিকার লাগায় তারা।
সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা গেছে, র্যাব বাদী হয়ে ওই তিন চোরাকারবারির বিরুদ্ধে প্রতারণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।