সাভারে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় নুর মোহাম্মদ (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর ছেলে মোহাম্মদ আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। ধামরাই উপজেলা থেকে আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৪-এর একটি দল।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার ভোরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়ার ফকিরবাড়ি এলাকায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় নুর মোহাম্মদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁর ছেলে মোহাম্মদ আফাজ উদ্দিন। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন আফাজ উদ্দিন। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধামরাই থেকে আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব বলছে, এরই মধ্যে এ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আফাজ উদ্দিনকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলছেন, গ্রেপ্তার আফাজ উদ্দিন তাঁর বাবাকে হত্যার দায় স্বীকার করেছেন।