স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন
দিনাজপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় নবীউল ইসলাম (২৩) নামের শিল্প পুলিশের এক কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নবীউল ইসলাম দিনাজপুর সদর উপজেলার সাতাসাগর পানুয়াপাড়ার বাসিন্দা।
মামলার এজাহারে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির ওই ছাত্রীকে বটতলা মোড় থেকে মাইক্রোবাসে অপহরণ করা হয়। পরে তাঁকে ফুসলিয়ে বিয়ে করেন। কিন্তু ২০১৪ সালের ১ আগস্ট বিয়ের কথা অস্বীকার করেন তিনি। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর নানি বাদী হয়ে ৪ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবীউল ইসলাম (২৩), তাঁর ভাই নুরুল ইসলাম ওরফে নুরু (২৮), ভাবি কাওসার ইয়াসমিন ছোটি (২৪) ও বাবা জাফর আলীকে (৬৩) আসামি করে মামলা করেন।
আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক আসামি নবীউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়। আসামি নবীউল ইসলামকে জেল হাজতে পাঠানো হয়েছে।