হবিগঞ্জে দ্বিতীয় ডোজের প্রথম টিকা নিলেন সাংসদ আবু জাহির
করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির প্রথমে দ্বিতীয় ডোজের টিকা নেন।
এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র আতাউর রহমান সেলিম উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেসুর রহমান উজ্জ্বল জানান, জেলার মোট আটটি কেন্দ্রে শুরু হওয়া টিকাদান কর্মসূচি চলমান থাকবে।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি হবিগঞ্জে ৭২ হাজার ডোজ ভ্যাকসিন (প্রথম ডোজ) এসে পৌঁছায়। এর মধ্যে ৫৬ হাজার ৭০০ জনকে প্রথম ডোজ প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিনগুলো ইপিআই সেন্টারে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। দেশব্যাপী করোনা টিকা প্রয়োগের অংশ হিসেবে সরকারি নির্দেশনা মোতাবেক ফ্রন্ট লাইনের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনার টিকা প্রয়োগ শুরু হয়।